মর্তবাসী দেবী

লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ২৯ মার্চ, ২০১৩, ০৯:২৬:৫০ সকাল



দেবী, বুঝি আনমনে

স্বর্গপুরী হতে আসিলে নামি

সামান্য আর্তনাদে নমি

খন্ডরুপে শুষ্ক কুঞ্জবনে ।।

দেবতার ডাক তাতে যদি ঘুচে যায় যাক।

তোমারে পেয়েছি যবে -

ভূলিয়াছি সে ব্যথা,

পাষাণ পৃথিবী তাতে যদি একা থাকে, থাক।

আজ বাতায়নে খুলি দ্বার,

রহিবনা বসি আর।

অন্ধপুরী হতে গানের বীণা হাতে -

আবার বাহির হইব পথে,

কেহ তাতে যদি রুসে ধায় ধাক।

আবার অশ্রুধারে

গাহিব নদী নীরে।

নিশীথে গাওয়া গান যত -

প্রভাতে পাইবে প্রাণ কুষুমের মত,

পাখিদের গান তাতে যদি থেমে যায়, যাক।

বিষয়: সাহিত্য

১০৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File